সরফরাজের পুরস্কার নিয়ে অসন্তুষ্ট অন্য পাকিস্তানি ক্রিকেটাররা

পপুলার২৪নিউজ ডেস্ক:
সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতে নিয়েছে পাকিস্তান। এমন গৌরবের উপলক্ষও দিন দিন তেতো হয়ে উঠছে দলটির জন্য। ইসলামাবাদে এক সংবর্ধনা অনুষ্ঠানে পুরস্কারে বৈষম্য দেখে নাকি অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেছেন দলের বেশ কয়েকজন ক্রিকেটার! পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্য এমন সংবাদকে ভুয়া খবর বলে উড়িয়ে দিচ্ছে।

তলানির দল হয়ে গিয়ে শিরোপা নিয়ে ফেরা। চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর থেকে স্তুতি আর পুরস্কারের বন্যায় ভাসছে পাকিস্তান দল। কিন্তু এই পুরস্কারপ্রাপ্তির সংবাদগুলো উল্টো বিতর্ক সৃষ্টি করছে দিন দিন। প্রধানমন্ত্রীর ঘোষিত অর্থ পুরস্কার নিয়ে যেমন হয়েছিল মহাবিতর্ক। কোচদের অর্থ কমিয়ে নির্বাচক ইনজামাম-উল-হককে দেওয়া হয়েছিল এক কোটি রুপি। আর অন্য নির্বাচকদের কিনা দেওয়া হয়েছিল মাত্র ১০ লাখ রুপি। সে বিতর্কে মুখ খুলতে হয়েছিল ইনজামামকেও।
এবার নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে অধিনায়ক সরফরাজ খানকে গুরুত্ব দিতে গিয়ে। ইসলামাবাদে এক শপিং মলে আয়োজকেরা সরফরাজকে একটি জমির প্লট উপহার দিয়েছেন। টুর্নামেন্টের সেরা আবিষ্কার ফখর জামানকে দেওয়া হয়েছে পাঁচ লাখ রুপি। কিন্তু বাদবাকি সবাইকে দেওয়া হয়েছে দুই লাখ রুপি করে। স্থানীয় টিভি চ্যানেলগুলোর দাবি, দলের সবাইকে তাতে ক্ষুব্ধ হয়েছেন। বেশ কয়েকটি ভিডিও ক্লিপে দেখা গেছে, খেলোয়াড়েরা অনুষ্ঠান চলাকালে বেরিয়ে আসছেন। অনেকেই নাকি দুই লাখ রুপির চেক ফিরিয়েও দিয়েছেন।
পিসিবির মিডিয়া ম্যানেজার অবশ্য এ সংবাদকে উড়িয়ে দিয়েছেন, ‘আমি দলের সঙ্গেই ছিলাম। কেউ সরফরাজ কিংবা জামানের পুরস্কার নিয়ে অসন্তুষ্টি দেখায়নি কিংবা কেউ চলে যায়নি। তারা চেক ফিরিয়ে দিয়েছে কিংবা চলে গেছে—এসব কথা সম্পূর্ণ মিথ্যা।’ সূত্র: জি নিউজ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নিজেরাই বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করছে:কাদের
পরবর্তী নিবন্ধজগন্নাথপুরে ঠিকাদারদের নৈরাজ্যে মানুষ দুর্ভোগে