সরফরাজকে ম্যাচ পাতানোর প্রস্তাব!

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তানের ক্রিকেট মানেই স্পট ফিক্সিং। ফিক্সিংয়ে জর্জরিত দলটির অনেক ক্রিকেটারই বহিষ্কার হয়েছেন। সবচেয়ে বেশি কলঙ্কজনক ঘটনা ঘটে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে।

যেখানে ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন তিন পাক ক্রিকেটার। তারা হলেন- তখনকার অধিনায়ক সালমান বাট, পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ।

তাদের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। জাতীয় দলে ফিরেছেন আমির। অন্যদিকে সালমান বাট ও আসিফও জাতীয় দলে ফেরার চেষ্টা করছেন।

অন্যদিকে পাকিস্তানের টি২০ টুর্নামেন্ট পিএসএলে ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছেন শার্জিল খান, সোহেল তানভীরের মতো ক্রিকেটাররা।

সেই পাকিস্তান দলকেই আবারও স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল বুকিরা। তাও আবার অধিনায়ক সরফরাজ আহমেদকে।

চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর পাক অধিনায়ক সরফরাজের নেতৃত্বে ভালো ক্রিকেট খেলছে পাকিস্তান। কিন্তু এরই মাঝে দলের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ছক কষেছিলেন দুবাইয়ের এক বুকি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এমনটিই জানিয়েছেন সরফরাজ।

তিনি জানান, দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে চলতি সিরিজের মধ্যে তাকে লোভনীয় অঙ্কের বিনিময় স্পট ফিক্সিংয়ের জন্য বলেন দুবাইয়ের এক ব্যবসায়ী।

সরফরাজের দাবি, বিষয়টি সঙ্গে সঙ্গে পাক বোর্ডের দুর্নীতি দমন শাখার কাছে জানান তিনি।

এ বিষয়ে পিসিবির এক কর্মকর্তা বলেন, সঠিক পথেই এর তদন্ত করা হবে। আইসিসির নিয়মানুযায়ী, ফিক্সিংয়ের জন্য যার সঙ্গে যোগাযোগ করে বুকিরা তার নাম সামনে আনা হয় না। কিন্তু হ্যাঁ, সরফরাজকে ফিক্সিংয়ের জন্য অফার করা হয়েছিল এবং সঙ্গে সঙ্গেই বিষয়টি সরফরাজ দায়িত্বে থাকা কর্মকর্তাকে জানিয়েছেন।

তিনি আরও বলেন, পাকিস্তানের অধিনায়ক হিসেবে এবং একজন ক্রিকেটার হিসেবে সরফরাজ ক্রিকেটকে গড়াপেটা মুক্ত করতে সতীর্থদের জন্য এক দারুণ উদাহরণ সৃষ্টি করেছে। তাকে সম্মান না করে উপায় নেই।

এ ঘটনার পরই দুবাইতে জাতীয় দলের হোটেল পরিবর্তন করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

 

পূর্ববর্তী নিবন্ধমেসিকে ‘আজীবন চুক্তি’র প্রস্তাব দেবে বার্সেলোনা
পরবর্তী নিবন্ধফের হাসপাতালে মোশাররফ করিম