সরকার দেশের গণতান্ত্রিক চর্চা ব্যাহত করতে চাচ্ছে: ফখরুল

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির তীব্র নিন্দা জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার উদ্দেশ্য প্রণোদিত হয়ে দেশের গণতান্ত্রিক চর্চা ব্যাহত করতে চাচ্ছে।

শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তিনবারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশি তল্লাশি করে এটাই বুঝিয়েছে সরকার, যে বাংলাদেশে গণতন্ত্রের লেস মাত্র নেই। বাংলাদেশ সম্পূর্ণ গণতন্ত্রবিহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। আইন-শৃংঙ্খলা বাহিনীর সাহায্যে এই সরকার দেশ চালাচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, পৌর মেয়র মির্জা ফয়সল আমিন প্রমুখ।

উল্লেখ্য, ২৪ মে ঠাকুরগাঁও জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এক বর্ধিত সভায় যোগদান করার জন্য তিনি শুক্রবার ঠাকুরগাঁওয়ে আসেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পুলিশের তল্লাশি
পরবর্তী নিবন্ধচাকরি জাতীয়করণের দাবিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন