সরকার জঙ্গিবাদকে ব্যবহার করছে: ফখরুল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সরকার রাজনৈতিক ফায়দা হাসিলে জঙ্গিবাদকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বিএনপির নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নবগঠিত কমিটি নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, ‘বিএনপি জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানালেও সরকার তাতে সাড়া দিচ্ছে না। বরং তারা এর মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাইছে।’

সরকার একটা ইস্যুকে ঢাকতে আরেকটা ইস্যু তৈরি করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পদে থেকে নৌকায় ভোট চাইতে পারেন না।’

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত কিনা, বা কবে নাগাদ প্রচারণায় নামবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা সব সময়ই নির্বাচনের জন্য প্রস্তুত। তফশিল ঘোষণার পরই নির্বাচনী প্রচারণার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

পূর্ববর্তী নিবন্ধ‘পদ্মাবতী’র সেটে আগুন
পরবর্তী নিবন্ধগবেষণায় সব ধরনের সহযোগিতা করবে সরকার-প্রধানমন্ত্রী