সবসময়ই ফুটবলার হতে চেয়েছি : নেইমার

স্পোর্টস ডেস্ক:

ব্রাজিলে হবে এবারের কোপা আমেরিকা। আর স্বাগতিক দলের অধিনায়ক হিসেবে খেলবেন নেইমার জুনিয়র। বাংলাদেশ সময় ১৪ জুন রাত ৩টায় ব্রাজিল প্রথম ম্যাচে লড়বে ভেনিজুয়েলার বিপক্ষে। বরাবরই তার কাছে সমর্থকদের প্রত্যাশাটা বেশি। তার আগে ক্ষুদে ভক্তদের সঙ্গে আলাপে নেইমার জানিয়েছেন, নিজের স্বপ্নের কথা। বলেছেন, সবসময়ই তিনি হতে চেয়েছেন ফুটবলার।

ক্রীড়া সামগ্রী নির্মাতা পুমা আয়োজিত এক ক্যাম্পেইনে স্কুলের শিশু কিশোরদেরকে সঙ্গে আড্ডায় নেইমার বলেছেন বেড়ে উঠার সময়ে তার স্বপ্নের কথা। সারাজীবন যে ফুটবলকে ভালোবেসেছেন, সেটাই নেইমার বলেছেন তাদের।

তিনি বলেন, ‘শৈশবে আমার একটাই স্বপ্ন ছিল। আমি সবসময়ই ফুটবল খেলোয়াড় হতে চেয়েছি। কখনও অন্য কোনো কিছু হতে চাইনি। অন্য কিছু করতেও চাইনি। নিজেকে একটা কাজেই নিয়োজিত রেখেছি। সারাজীবন ফুটবলকে ভালোবেসেছি।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যৎ তাদেরই উজ্জ্বল যারা বড় কিছুতে বিশ্বাস করে। আমি শিশুদের সঙ্গে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। তাদের বয়সে আমার যে স্বপ্ন ছিল সেটার কথা জানাতে চাই। আর বলতে চাই প্রত্যেকে যেন নিজের স্বপ্নের পেছনে ছোটে।’

ছোটদের উদ্দেশ্যে নেইমার বলেন, ‘তোমাদের সবার মতোই আমিও ছোটবেলায় স্বপ্ন দেখতাম বড় কিছু হওয়ার। নিজের প্রতি বিশ্বাস রাখো। স্বপ্নকে তাড়া করো। তোমরাই ভবিষ্যৎ।’

পূর্ববর্তী নিবন্ধক্ষমতা পাগল বিএনপি এখন দিগ্বিদিক শূন্য: ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধ৪ গোলরক্ষক নিয়ে কোপার চূড়ান্ত দল আর্জেন্টিনার