সবজির বাজার চড়া বেড়েছে মুরগির দামও

পপুলার২৪নিউজ, ফিরোজ মিয়া:
রাজধানীতে সপ্তাহ ব্যবধানে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। পাশাপাশি সবজির দামও চড়া। শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখাগেল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকা দরে। এর আগে গত সপ্তাহ ছিল ১২৫ টাকা। লেয়ার মুরগি ১০ টাকা বেড়ে ২০০ টাকা; দেশি মুরগি প্রতি পিস ৪৫০ টাকা; পাকিস্তানি লাল মুরগি কেজি প্রতি ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে। এদিকে গরুর মাংস কেজিতে ২০ টাকা বেড়ে, বিক্রি হচ্ছে ৫২০-৫৪০ টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে।
এদিকে সবজির বাজারও চড়া দামে রয়েছে। আজ বাজারে বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা দরে। এছাড়া শিম ১০০ টাকা; হাইব্রিড টমেটো ১২০ টাকা; শশা ৬০ টাকা; চাল কুমড়া ৪০-৫০ টাকা; কচুর লতি ৫০-৬০ টাকা; পটল ৫০ টাকা; ঢেঁড়স ৬০ টাকা; ঝিঙ্গা ৬০ টাকা; চিচিঙ্গা ৫০-৬০ টাকা; করলা ৬০ টাকা; কাকরোল ৫০ টাকা; পেঁপে ৩০-৪০ টাকা; কচুরমুখী ৪০ টাকা; প্রতিটি ফুলকপি ৩৫ টাকা; বাঁধাকপি ৩০ টাকা এবং লেবু হালি প্রতি ২০ থেকে ৪০ টাকা; পালং শাক আঁটি প্রতি ২০ টাকা; লালশাক ২০ টাকা; পুঁইশাক ৩০ টাকা এবং লাউশাক ২৫ টাকায় বিক্রি হচ্ছে। মুদি পণ্যের বাজার ঘুরে দেখা গেছে কেজি প্রতি ছোলা ৮৫ টাকা; দেশি মুগ ডাল ১৩০ টাকা; ভারতীয় মুগ ডাল ৯০ টাকা; মাসকলাই ১২৫ টাকা; দেশি মসুর ডাল ১২০ টাকা; ভারতীয় মসুর ডাল ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে আজকের বাজারে ব্র্যান্ড ভেদে ৫ লিটারের বোতল ৫৩০-৫৪০ টাকা; প্রতি লিটারে ১-২ টাকা বেড়ে ১০৭ টাকা থেকে ১০৯ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি রুই মাছ ২৫০-৪০০ টাকা, কাতলা ৩০০-৪০০ টাকা, তেলাপিয়া ১৪০-১৮০ টাকা, চাষের কৈ ২০০-২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাঙ্গাস প্রতি কেজি ১৫০-২৫০ টাকা, প্রকার ভেদে চিংড়ি ৪০০-৮০০ টাকা, ৬০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশ ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৯০০ টাকা দরে।

পূর্ববর্তী নিবন্ধআত্মসাতের মামলায় কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপাইকারি বাজারে চালের দাম কমলেও খুচরা বাজারে এখনো প্রভাব পরেনি