পপুলার২৪নিউজ, ফিরোজ মিয়া:
রাজধানীতে সপ্তাহ ব্যবধানে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। পাশাপাশি সবজির দামও চড়া। শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখাগেল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকা দরে। এর আগে গত সপ্তাহ ছিল ১২৫ টাকা। লেয়ার মুরগি ১০ টাকা বেড়ে ২০০ টাকা; দেশি মুরগি প্রতি পিস ৪৫০ টাকা; পাকিস্তানি লাল মুরগি কেজি প্রতি ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে। এদিকে গরুর মাংস কেজিতে ২০ টাকা বেড়ে, বিক্রি হচ্ছে ৫২০-৫৪০ টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে।
এদিকে সবজির বাজারও চড়া দামে রয়েছে। আজ বাজারে বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা দরে। এছাড়া শিম ১০০ টাকা; হাইব্রিড টমেটো ১২০ টাকা; শশা ৬০ টাকা; চাল কুমড়া ৪০-৫০ টাকা; কচুর লতি ৫০-৬০ টাকা; পটল ৫০ টাকা; ঢেঁড়স ৬০ টাকা; ঝিঙ্গা ৬০ টাকা; চিচিঙ্গা ৫০-৬০ টাকা; করলা ৬০ টাকা; কাকরোল ৫০ টাকা; পেঁপে ৩০-৪০ টাকা; কচুরমুখী ৪০ টাকা; প্রতিটি ফুলকপি ৩৫ টাকা; বাঁধাকপি ৩০ টাকা এবং লেবু হালি প্রতি ২০ থেকে ৪০ টাকা; পালং শাক আঁটি প্রতি ২০ টাকা; লালশাক ২০ টাকা; পুঁইশাক ৩০ টাকা এবং লাউশাক ২৫ টাকায় বিক্রি হচ্ছে। মুদি পণ্যের বাজার ঘুরে দেখা গেছে কেজি প্রতি ছোলা ৮৫ টাকা; দেশি মুগ ডাল ১৩০ টাকা; ভারতীয় মুগ ডাল ৯০ টাকা; মাসকলাই ১২৫ টাকা; দেশি মসুর ডাল ১২০ টাকা; ভারতীয় মসুর ডাল ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে আজকের বাজারে ব্র্যান্ড ভেদে ৫ লিটারের বোতল ৫৩০-৫৪০ টাকা; প্রতি লিটারে ১-২ টাকা বেড়ে ১০৭ টাকা থেকে ১০৯ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি রুই মাছ ২৫০-৪০০ টাকা, কাতলা ৩০০-৪০০ টাকা, তেলাপিয়া ১৪০-১৮০ টাকা, চাষের কৈ ২০০-২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাঙ্গাস প্রতি কেজি ১৫০-২৫০ টাকা, প্রকার ভেদে চিংড়ি ৪০০-৮০০ টাকা, ৬০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশ ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৯০০ টাকা দরে।