পপুলার২৪নিউজ ডেস্ক:
করোনাভাইরাস সংক্রমণ থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। একই সঙ্গে তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূও করোনামুক্ত হয়েছেন। শারীরিক দুর্বলতা থাকলেও তাদের প্রত্যেকেই বর্তমানে সুস্থ আছেন। সর্বশেষ পরীক্ষায় তাদের প্রত্যেকেরই করোনা ‘নেগেটিভ’ এসেছে। নজরুল ইসলাম মজুমদার নিজেই বণিক বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মে মাসের শেষ সপ্তাহে নজরুল ইসলাম মজুমদারসহ তার পরিবারের সব সদস্য করোনা আক্রান্ত হন। তিনি একই সঙ্গে বেসরকারি খাতের এক্সিম ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকর্স (বিএবি) এর চেয়ারম্যান। তার স্ত্রী নাসরিন ইসলাম এক্সিম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক। ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম নাসা গ্রুপের বিপণন বিভাগ দেখাশোনা করছেন।
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের দিনগুলোর স্মৃতিচারণ করে নজরুল ইসলাম মজুমদার বলেন, মে মাসের শেষের দিকে আমার ছেলে ও বউমার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে আমার ও আমার স্ত্রীরও উপসর্গ দেখা দিলে সবাই মিলে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলাম। আনোয়ার খান মডার্ণ হাসপাতাল থেকে স্বাস্থ্যকর্মীরা বাসায় এসে করোনা ও ডেঙ্গুর নমুনা নিয়ে যায়। পরীক্ষার ফলাফলে আমার স্ত্রীসহ চার জনেরই করোনা পজেটিভ আসে। এর মধ্যে ছেলের শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার কয়েকদিন পর আমিও হাসপাতালে ভর্তি হই। প্রায় এক সপ্তাহ হাসপাতালের কেবিনে কাটিয়েছি। আমাদেরকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা ইনজেকশনসহ বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করেছেন।
প্রায় ৬৫ বছর বয়সী নজরুল ইসলাম মজুমদার আরো বলেন, আমার বয়সের অনেকেই করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এজন্য শুরুর দিকে মনে কিছুটা ভয় ছিল। তবে কখনোই মনোবল হারাইনি। আমি মনে করি, করোনা আক্রান্ত হয়ে বেঁচে যাওয়ার মূলমন্ত্র হলো প্রচণ্ড আত্মবিশ্বাস ও নির্ভয় থাকা। সারা শরীরে তীব্র ব্যথা ও জ্বর নিয়েও আমি স্বাভাবিক থাকার চেষ্টা করেছি। আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় এখন অনেকটাই সুস্থ।
তিনি বলেন, আমার স্ত্রী ও পুত্রবধূর শারীরিক অবস্থা অনেকটা স্বাভাবিক ছিল। তবে আমাদের বাপ-বেটাকে বেশ ভুগতে হয়েছে। সপ্তাহখানেক হলো হাসপাতাল থেকে বাসায় এসেছি। এর মধ্যে দ্বিতীয় দফায় করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। শারীরিকভাবে সুস্থ থাকলেও মুখের স্বাদ এখনো পুরোপুরি আসেনি।
নজরুল ইসলাম মজুমদার বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান। তার স্ত্রী নাসরিন ইসলামও ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পরিবারের মালিকানাধীন নাসা গ্রুপের বাৎসরিক টার্নওভার ৩৫ কোটি ডলার। নাসা গ্রুপের মূল বিনিয়োগ দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে। এ গ্রুপের কারখানাগুলোতে প্রায় ৩০ হাজার শ্রমিক কর্মরত। বস্ত্র ও তৈরি পোশাক, ব্যাংক, শেয়ারবাজার ছাড়াও মো. নজরুল ইসলাম মজুমদারের বিনিয়োগ রয়েছে আবাসন, শিক্ষা ও পর্যটন খাতে।