সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সম্মেলন থাইল্যান্ডে যাচ্ছে ২৯ ব্যাংকের এমডি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান নেতৃত্বে ২৯ ব্যাংকের এমডিরা থাইল্যান্ডে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আগামীকাল বুধবার ৮ আগস্ট থেকে ৪র্থ ইউএস-বাংলাদেশ সিএফটি শীর্ষক এ সম্মেলন শুরু হবে ব্যাংককে। তিনদিন ব্যাপি সম্মেলনে শেষ হবে ১০ আগস্ট। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিশ্বব্যাপি সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেশের রাষ্ট্রায়ত্ব ও বেসরকারী ২৯ ব্যাংক নির্বাহীদের সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী, অগ্রণী ও কৃষি ব্যাংকের নির্বাহীরা। বেসরকারী ব্যাংকের মধ্যে রয়েছে ইস্টার্ন, ডাচবাংলা, ঢাকা, আইএফআইসি, ইউসিবি, সাউথইস্ট, সিটি, ব্যাংক এশিয়া, এনআরবি, যমুনা, মিডল্যান্ড, এক্সিম, স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটি এনএ, শাহজালাল ইসলামী, ট্রাস্ট, পূবালী, ফার্স্ট সিকিউরিটি, ওয়ান, প্রাইম, এনআরবি গ্লোবাল, মধুমতি, সিমান্ত, মিউচুয়াল ট্রাস্ট, এইচএসবিসি, ব্র্যাক ব্যাংক।
এবিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবাদুল্লাহ আল মাসুদ বলেন, বিশ্বব্যাপি সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে এই সম্মেলনের অনেক গুরুত্ব ভুমিকা রাখবে।

 

 

পূর্ববর্তী নিবন্ধশেয়ারবাজারে দরপতন অব্যাহত
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সিবিডব্লিউ ব্যাংকের সাথে রূপালী ব্যাংকের রেমিটেন্স চুক্তি স্বাক্ষর