পপুলার২৪নিউজ ডেস্ক:
ইতিমধ্যেই লন্ডনের একাধিক স্থানের হামলাকে সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। জঙ্গি হামলার পর ব্রিটেনজুড়ে জারি হয়েছে সতর্কতা। জরুরি বৈঠকে বসতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ঘটনাস্থলে পরিদর্শনেরও কথা রয়েছে তার।
টেমস নদীর ওপরে লন্ডন ব্রিজে নাশকতায় প্রাণ হারিয়েছেন একাধিক সাধারণ মানুষ। লন্ডন শহরেই আরও দুই স্থানে ঘটেছে নাশকতার ঘটনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘পুলিশ ও নিরাপত্তাকর্মীদের তথ্য অনুযায়ী আমরা একে সন্ত্রাসী হামলা বলতে পারি। খুব দ্রুতই এর তদন্ত চলছে। পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীকে আমি কৃতজ্ঞতা জানাই। ‘