নিজস্ব প্রতিবেদক : প্রতিবারে ঈদের দুইদিন আগে রাজধানীর সদরঘাটে বাড়তি ভিড় দেখা যায়। তবে এবার অন্যবারের মতো যাত্রীর চাপ দেখা যায়নি সদরঘাটে।
ঢাকার সদরঘাট থেকে নারায়ণগঞ্জ ও চাঁদপুর এবং বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন গন্তব্যে লঞ্চ ছেড়ে যায়। তবে এখনো ভিড় দেখা না গেলেও লঞ্চকর্মীরা মনে করছেন, বিকালে অফিস ছুটির পর চাপ বাড়তে পারে।
বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক (টিআই) এ বি এস মাহমুদ বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ৩৬টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যায়। বুধবার সারাদিনে ছেড়ে গিয়েছিল ১২২টি লঞ্চ।
চাঁদপুরের লঞ্চগুলোর জন্য লালকুঠি ঘাট; বরিশাল, ভোলা, বরগুনা ও পিরোজপুরের লঞ্চের জন্য প্রধান টার্মিনাল এবং পটুয়াখালীর লঞ্চগুলোর ওয়াইজঘাট টার্মিনালে পন্টুন নির্ধারণ করে দেওয়া আছে।
ঈদ উপলক্ষে সোমবার থেকে বিশেষ সার্ভিস চালু করেছে বিআইডব্লিউটিসি।