পপুলার২৪নিউজ ডেস্ক:
সতীর্থ নেস্টা কার্টারের মাদক কেলেঙ্কারিতে অলিম্পিক ক্যারিয়ারের ৯টি সোনার পদকের একটি ফিরিয়ে দিতে হচ্ছে জ্যামাইকান গতি দানব উসাইন বোল্টকে। সেই সঙ্গে হারাতে হলো তার বিখ্যাত ‘ট্রিপল ট্রিপল’ রেকর্ডটিও। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে নেস্টার নিষিদ্ধ মাদক গ্রহণের বিষয়টি প্রমাণিত হওয়ায় বোল্টের কপাল পুড়ল।
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে জ্যামাইকার ৪X১০০ মিটার রিলেতে সোনা জেতা দলের সদস্য ছিলেন কার্টার। গত বছর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ৪৫৪টি নমুনা পুনরায় পরীক্ষা করিয়েছিল। তারই একটি ছিল কার্টারের। তাতে নিষিদ্ধ উপাদান মেথিলহেক্সানিয়ামিন পাওয়া গেছে। এ কারণে বেইজিং অলিম্পিকের ১০০ মিটার রিলের সোনার পদক এখন দেওয়া হয়েছে সেই সময়ের রুপা জয়ী দল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে।
গত বছর অনুষ্ঠিত রিও অলিম্পিকে তিনটি সোনা জিতে ‘ট্রিপল ট্রিপল’ পূর্ণ করেন বোল্ট। ২০০৮ ও ২০১২ সালের অলিম্পিকেও ১০০, ২০০ এবং ৪X১০০ মিটারে সোনার পদক জিতেছিলেন তিনি। কিন্তু সতীর্থের কারণেই অনন্য এই রেকর্ড হাতছাড়া হয়ে গেল ট্র্যাকের রাজার।