জেলা প্রতিনিধি
সংস্কার ও গণহত্যাকারীদের বিচারের পর নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, প্রফেসর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে, একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে পদযাত্রা শুরু করেছে।
তিনি একটি ডেটলাইন দিয়েছেন। তার ওপরেই আপনি ঠিক থাকেন। এর মধ্যেই সংস্কার করে মানবতাবিরোধীদের বিচার করে আপনি নিরপেক্ষ নির্বাচন দেন, আমরা নির্বাচনে যেতে রাজি আছি। নির্বাচনের ব্যাপারে আমাদের অবস্থান নিয়ে অনেকে ভুল বোঝার চেষ্টা করে। নো। আমাদের আমিরে জামায়াত কালকেও বলেছেন, সরকার বলেছে আগামী ২৬ জুন অথবা ২৫ ডিসেম্বর। আপনি যে সময় বলেন নির্বাচন করেন, কিন্তু প্রো ভায়োলেন্স ১৪, ১৮ ও ২৪ এর মতো নির্বাচন হলে এদেশের মানুষ মেনে নেবে না।
কুমিল্লার লাকসাম পৌর এলাকার লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শুক্রবার (১৮ এপ্রিল) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বলেন, একটা কালো যুগ পার করেছি। এ সম্মেলনে কেউ নেই যার নামে মামলা নেই এবং জেল খাটেনি। সংবিধানের ৩৬-৩৯ ধারায় বলা আছে, বাক স্বাধীনতার কথা। কিন্তু বিগত স্বৈরাচার সরকার মানুষের সেই অধিকার হরণ করেছিল। মানুষকে ভোট দিতে দেয়নি।
২০১৪, ২০১৮ ও ২০২৪ এর নির্বাচন নিয়ে তিনি বলেন, ১৪ সালে তারা ষড়যন্ত্র করে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করেছিল। কেউ নির্বাচনে যায়নি। ২০১৮ সালের নির্বাচন ছিল ইতিহাসের আরেক কালো অধ্যায়। যেখানে রাতেই ভোট দিয়ে দিয়েছে বিগত সরকার। তখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ লীগ সম্মিলিতভাবে এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। আর এসব নির্বাচনে হাসিনাকে সঙ্গ দিয়েছে জাতীয় পার্টি। আর তাই এরশাদ নাম্বার ওয়ান দালাল।
মিয়া গোলাম পরওয়ার বলেন, হাসিনা যাকেই তার ক্ষমতার জন্য আতঙ্ক মনে করতো, তাকেই রাজাকার বানিয়ে দিতো। অধিকার চাওয়া শিক্ষার্থীদেরও রাজাকার বলেছিল হাসিনা। এরপর শিক্ষার্থীরাই রাতের আঁধারে ‘আমি কে, তুমি কে, রাজাকার, রাজাকার’ বলে রাস্তায় নেমে আসে। বুকের তাজা রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করে। অনেকে এ স্বৈরাচারমুক্তিকে দ্বিতীয় স্বাধীনতাও বলেন।
হাসিনাকে ভারত বলেছিল, মুসলমান নেতারাই তার ক্ষমতার জন্য আতঙ্ক। তাই ভারতের প্রেসক্রিপশনে জামায়াতের নেতাদের ফাঁসি দিয়েছিল। অনেককে কারাগারে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। আমাদের প্রিয় নেতাদের বিরুদ্ধে কোনো সরকার একটা মিথ্যা কথা বলার অভিযোগও তুলতে পারেনি। আন্দোলন চলাকালে হাসিনা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল। অথচ চারদিনের মাথায় এদেশের মানুষ তাদের নিষিদ্ধ করে দেয়। আর আল্লাহ জালিমকে পৃথিবী থেকেই দূরে ঠেলে দেয়, যোগ করেন তিনি।
বক্তব্যের শেষ দিকে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ের মধ্যে সংস্কার ও বিচার কার্যক্রম শেষ করে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার লাকসাম-মনোহরগঞ্জ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অধ্যাপক ড. এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেন এবং সবার কাছে হাত উঁচিয়ে পরিচয় করিয়ে দেন।
প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও জামায়াত মনোনীত কুমিল্লা-৯ আসনের প্রার্থী অধ্যাপক ড. এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মুহাম্মদ ইয়াসিন আরাফাতসহ অনেকে।