সংসদে নারী আসন ১০০ করার বিষয়ে একমত বিএনপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের এক-চতুর্থাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা এবং এসব আসনে সরাসরি নির্বাচনের সুপারিশ করেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। পাশাপাশি কমিশন সংসদের আসন সংখ্যা ১০০ বাড়িয়ে ৪০০-তে উন্নীত করার সুপারিশও করেছে।

জাতীয় সংসদে নারীদের জন্য ১০০টি আসন নির্ধারণের প্রস্তাবে একমত প্রকাশ করেছে বিএনপি। তবে, এই প্রস্তাব কবে এবং কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে ভবিষ্যতে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে চায় দলটি।

রোববার (২০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপির পক্ষ থেকে এই মত জানানো হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির এ নেতা।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনসভার ক্ষেত্রে আমরা বলেছি, নারীদের আসন ১০০ করার জন্য একমত। তবে সেটা বিদ্যমান পদ্ধতিতে মনোনয়ন হবে। এটা পরবর্তী সংসদ গঠনের পরে যখন ৩০০ আসনে সরাসরি নির্বাচিত হবে এবং সংসদে সংশোধনী গৃহীত হলে বর্তমানের ৫০ এবং আর ৫০ নিয়ে ১০০ গঠন হবে। সেই ৪০০ সংসদের সংসদ সিদ্ধান্ত নেবে পরে কোন পদ্ধতিতে নারীদের সংরক্ষিত আসনে নির্বাচিত করা হবে।

এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে ঐকমত্যের কমিশনের সুপারিশে দ্বিমত জানিয়েছে বিএনপি।

এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে তারা যে প্রেসক্রিপশন দিয়েছেস তার সঙ্গে একমত নই। তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিন থাকতে পারে।

রাষ্ট্রপতির মেয়াদ চার বছর করার পক্ষেও নেই দলটি। সালাহউদ্দিন আহমদ বলেন, পাঁচ বছর সংসদ পাঁচ বছর রাষ্ট্রপতি থাকার পক্ষে আমরা।

একই ব্যক্তি একসঙ্গে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন প্রস্তাবের বিপক্ষে বিএনপি। এক ব্যক্তি টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না; এই বিষয়ে বিএনপি একমত পোষণ করেছে। তবে একবার গ্যাপ দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে কোনো সমস্যা নেই অভিমত দলটির।

এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পর পর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু তারপর পার্টি এবং জনগণ যদি চায় সেম লিডার আসতে পারেন। এখানে অপশন রাখতে চাই। কোনো বাধ্যবাধকতা রাখতে চাই না।

আমাদের প্রস্তাবটা হচ্ছে, নট মোর দেন টু কন্সিকিউটিভ টার্মস, অর্থাৎ পরপর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে, যদি দুইবারের পর একবার গ্যাপ (বিরতি) হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি (সংখ্যাগরিষ্ঠের দল) হিসেবে; সেই পার্টি যদি ডিসাইড (সিদ্ধান্ত গ্রহণ) করে, তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন।

তিনি আরও বলেন, এখানে অপশন রাখতে চাই। কোনো বাধ্যবাধকতা রাখতে চাই না।

আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠক বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপির পক্ষ থেকে আলোচনা অব্যাহত আছে। বেশ কিছুতে কাছাকাছি আসা গেছে বেশ কিছুতে দ্বিমত আছে। গণতন্ত্রে এটাই স্বাভাবিক। আমরা বাকশালে বিশ্বাসী না যে এমন কিছু করা লাগবে যেটা সবাইকে মানতে বাধ্য করা লাগবে। দেশ ও জনগণের স্বার্থ চিন্তা করে যা সবচেয়ে উত্তম সেটি হওয়া উচিত।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন – দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

পূর্ববর্তী নিবন্ধরাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা দুই মাস বাড়ালো ইসি