সংবিধান বহির্ভূত কোনো সংলাপ নয়: তথ্যমন্ত্রী

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:

8জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অনির্বাচিত অন্তবর্তীকালীন সরকার গঠনের বিধান বাংলাদেশে নাই। সুতরাং নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব মনগড়া ও বাংলাদেশকে সংকটে ফেলার প্রস্তাব। তাই সংবিধান বর্হিভুত কোন বিষয় নিয়ে সংলাপ হতে পারে না।

শনিবার বেলা ১২টায় কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, আন্দোলন করার অধিকার সবার আছে। আন্দোলনের নামে অতীতের মতো কেউ যেন আগুন যুদ্ধ, জঙ্গিদের উসকানি বা নাশকতা অন্তর্ঘাতে লিপ্ত না হয়।

তিনি আরো বলেন, আশা করি তারা অতীত থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্রের বুলি আওড়াতে আওড়াতে দেশকে আগুন যুদ্ধের দিকে ঠেলে দেবে না।

এ সময় বিজিবি কুষ্টিয়া সদর দফতরের সেক্টর কমান্ডার কর্ণেল মাহাবুবর রহমান, সিইও লে. কর্নেল শহিদুল ইসলাম, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ বিজিবি কর্মকর্তা ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমাছ-মাংস-ডিম বাদে কিসে প্রোটিন আছে?
পরবর্তী নিবন্ধ১ ফেব্রুয়ারি থেকে রাজধানীতে বেসিস সফটএক্সপো