বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ উল হক জানান, বর্তমানে বিকল্প মলদ্বার দিয়ে শিশু দুটি মলত্যাগ করবে। ৬ মাস পর তাদের মলদ্বার বের করতে ফের অস্ত্রোপচার করা হবে। এরপর সেগুলোর মেরামত, মাসিক ও প্রস্রাবের রাস্তা বের করতে আরও কয়েকটি অস্ত্রোপচার করা হবে।
সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান জানান, তোফা ও তহুরা এখন সুস্থ আছে। তবে আশংকামুক্ত নয়। তাদের সংক্রমণের ঝুঁকি রয়েছে। এ অবস্থায় তাদের দেখতে অহেতুক ভিড় না করার আহ্বান জানান তিনি।
এদিকে তোফা ও তহুরাকে বুধবার অল্প করে স্বাভাবিক খাবার দেয়া হয়েছে। পাশাপাশি স্যালাইনও চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এর আগে কোমরে জোড়া লাগানো অবস্থায় জন্ম নেয়া যমজ শিশু তোফা ও তহুরাকে মঙ্গলবার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করেছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক দল বিশেষজ্ঞ চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার ৯ ঘণ্টা ধরে চলে এ অস্ত্রোপচার।