পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার ১৬ বছর পর নিহত একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
সোমবার নিউইয়র্ক শহরের প্রধান মেডিকেল এক্সামিনার এ ঘোষণা দেন। খবর বিবিসির।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ওই সন্ত্রাসী হামলায় মোট ২ হাজর ৭৫৩ জন নিহত হয়েছিলেন। তাদের মধ্যে ১ হাজার ৬৪১ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে এ পর্যন্ত সর্বশেষ শনাক্তকৃতের পরিচয় উদঘাটন করা হয়েছে। শনাক্তকৃত ১ হাজার ৬৪১তম এই ব্যক্তি একজন পুরুষ। তবে পরিবারের অনুরোধের কারণে তার পরিচয় প্রকাশের বিষয়টি স্থগিত রেখেছে কর্তৃপক্ষ।
এর দুই বছর আগে ২০১৫ সালের মার্চে নিহতদের মধ্যে ১ হাজার ৬৪০তম জনের পরিচয় শনাক্তের কথা ঘোষণা করা হয়েছিল।
ওই সন্ত্রাসী হামলার ১৬ বছর পর এখনও ১,১১২ জন নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার দিন ছিনতাই করা মোট চারটি যাত্রীবাহী উড়োজাহাজ নিয়ে যুক্তরাষ্ট্রের তিনটি স্থাপনায় হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। দুটি উড়োজাহাজ নিয়ে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটি ভবনে আঘাত হানা হয়, এতে শতাধিক তলাবিশিষ্ট ওই ভবন দুটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।