শ্রীলঙ্কায় ময়লার স্তূপ ধসে নিহত ২৬

পপুলার২৪নিউজ ডেস্ক:
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ময়লার স্তূপ ধসে শিশুসহ ২৬ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় এখনো ২০ জন আটকা পড়ে থাকতে পারে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। সোমবার দেশটির সেনবাহিনীর মেজর জেনারেল সুদান্ত রানাসিংহে বলেন, কর্তৃপক্ষ জানারচেষ্টা করছে ঠিক কতজন আটকা পড়ে থাকতে পারেন। স্থানীয় আেইনজীবী ও মানবাধিকার কর্মী নুয়ান বোপাগে জানান, অন্তত ২০ জন নিচে আটকা পড়ে আছেন।

সামরিক মুখপাত্র রোশান সেনেভিরাতনে জানান, এখন পর্যন্ত ২৬ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে।

দেশটিতে একটি ঐতিহ্যবাহী উত্সব চলাকালে তিনশ’ ফুট উঁচু আবর্জনার স্তূপটি শুক্রবার রাতে পার্শ্ববর্তী প্রায় ৪০টি বাড়িঘরের ওপর ধসে পড়ে। এতে ২০ জনের মতো মানুষ আবর্জনার নিচে চাপা পড়েন। রানাসিংহে জানান ৭৮টি বাড়ি ভেঙে গেছে আর ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় শতাধিক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২জন।

স্থানটি গত কয়েকবছর ধরে ময়লা ফেলার জন্য ব্যবহার করা হচ্ছিল। বেশ কয়েকবার এর প্রতিবাদও জানান স্থানয়ীরা। মানবাধিকার কর্মীরা জানিয়েছিলেন এতে করে স্থানীয়রা স্বাস্থ্যঝুঁকিতেও ছিলেন।

সর্বশেষ শনিবার দেশটির প্রধানমন্ত্রী রানিল উক্রিমিংসে ঘোষণা দিয়েছেন খুব শিগগিরই ময়লা সরিয়ে ফেলবে তার সরকার।

সূত্র: বিবিসি

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সঙ্গে খেলোয়াড়দের ‘ঈদ’