পপুলার২৪নিউজ ডেস্ক:
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকেই ফেভারিট মনে করছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সিরিজ জয়ও সম্ভব বলে মনে করেন তিনি। এই সিরিজে সাফল্য পেতে আশাবাদী তামিম বলেন, এই সিরিজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে আমাদের সাফল্য পাওয়ার জোরালো সম্ভাবনা থাকবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের এই সিরিজ জেতা উচিত।
বাংলাদেশ ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও নিজেদের দলকে ফেভারিট ভাবছেন। এ ব্যাপারে তিনি বলেন, শ্রীলঙ্কার বর্তমান দলটির চেয়ে বাংলাদেশ অনেকটাই এগিয়ে থাকবে। স্বাগতিক দলটি তারুণ্যনির্ভর। তাই আমি বলব সিরিজে আমরাই ফেভারিট।
আগামীকাল মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ৭-১১ মার্চ গলে হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৫-১৯ মার্চ, কলম্বোতে হবে সিরিজের দ্বিতীয় এবং বাংলাদেশের শততম টেস্ট। টেস্ট সিরিজের পর আছে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। প্রথম ওয়ানডে ২৫ মার্চ (দিবা-রাত্রি), দ্বিতীয় ওয়ানডে ২৮ মার্চ (দিবা-রাত্রি) এবং তৃতীয় ওয়ানডে ১ এপ্রিল। আর দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৪ ও ৬ এপ্রিল।