শ্রীলংকা যাচ্ছেন ইমরুল

পপুলার২৪নিউজ,প্রতিবেদক:
ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলতে পারেননি বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস। তবে বাংলাদেশের শততম টেস্ট ম্যাচে মাঠে নামতে পারেন ইমরুল।

আগামী ৭ মার্চ শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা। ওই টেস্টকে সামনে রেখে গত ২১ ফেব্রুয়ারি ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সেই স্কোয়াডে ছিলেন না ইমরুল কায়েস।

অবশ্য দল ঘোষণার সময়ই জানানো হয়েছিল- বিসিএলে ইমরুল কায়েসের ফিটনেস দেখে তাকে দ্বিতীয় টেস্টের জন্য খেলানোর চিন্তা করা হবে। এরই মধ্যে বিসিএলে একটি সেঞ্চুরিও তুলে নেন ইমরুল।

সেই সুবাদে বাংলাদেশের শততম টেস্টে খেলার সুযোগ পেতে পারেন ইমরুল কায়েস। দ্বিতীয় টেস্টের জন্য ইমরুল কায়েসকে শ্রীলংকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

১১ মার্চ শ্রীলংকার উদ্দেশে ইমরুলের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরোগী জিম্মি করে ধর্মঘট সমর্থনযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্য সুষ্ঠু নির্বাচন দেখতে চায়: ফখরুল