সাময়িক বরখাস্ত হওয়া ওই শিক্ষকের নাম আবদুল্লাহ-আল হাসান। তিনি উপজেলার খোজেখানি উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক।
রোববার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এর গণিত পরীক্ষা চলাকালে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে তাকে বহিষ্কার করা হয়।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা জানান, ওই শিক্ষক পরীক্ষা চলাকালীন দায়িত্বরত ছিলেন। এক ছাত্রকে নকল সরবরাহ করার সময় তাকে হাতেনাতে ধরে ফেলা হয়। পরে তাকে হল থেকে সাময়িক বহিষ্কার এবং এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আউয়াল জানান, পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে খোজেখানি উচ্চ বিদ্যালয়ের পরচালনা পর্ষদ দুপুরে বৈঠকে বসে তাকে সাময়িক বরখাস্তের চিঠি দিয়েছে। এছাড়াও গণিত পরীক্ষায় গণিত শিক্ষককে কেন কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেয়া হলো সেজন্য কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সাত দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
এছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করা হয়েছে।