শ্রীদেবীর হার্টের সমস্যা ধরাই পড়েনি কখনও: সঞ্জয় কাপুর

পপুলার২৪নিউজ ডেস্ক:

বলিউড সুপারস্টার শ্রীদেবী দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ মারা যান।

ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে দুবাইতে গিয়েছিলেন তিনি। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর পরিবার, আত্মীয়স্বজনদের বেশিরভাগই দেশে ফিরে আসেন। শুটিংয়ের জন্য ফিরে এসেছিলেন বড় মেয়ে জাহ্নবিও।-খবর আনন্দবাজার অনলাইন।

স্বামী বনি কাপুর আর ছোট মেয়ে খুশিকে নিয়ে থেকে যান শ্রীদেবী। শনিবার রাতে হোটেলে বাথরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।

মুম্বাইতে শ্রীদেবীর মৃত্যুর খবর দেন বনি কাপুরের ভাই সঞ্জয়। ঘটনার আকস্মিকতায় তখনও তিনি ভালোভাবে কথা বলার মতো অবস্থায় ছিলেন না।

সংবাদমাধ্যমের কাছে সঞ্জয় বলেন, দুবাইতেই ছিলাম আমি। খবর পেয়ে এখন ফের সেখানেই ফিরে যাচ্ছি। ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঘটনাটা ঘটেছে। এর বেশি কিছু আমিও এখন জানি না।

এর পর রোববার সকালেই দুবাই চলে যান সঞ্জয়। সেখানে খালিজ টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা স্তম্ভিত। তার কোনো হার্টের সমস্যা কখনও ধরা পড়েনি।

পূর্ববর্তী নিবন্ধটঙ্গীতে ৪ ঝুট গুদাম পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধইসরায়েলি অবরোধে প্রাণ গেছে হাজারের বেশি ফিলিস্তিনির