শ্রমিকরা রায়ের বিরুদ্ধে আন্দোলন না করলেই পারতো : স্বরাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আদালতের রায়ের বিরুদ্ধে শ্রমিকরা অহেতুক আন্দোলন না করলেই পারতো। রায় পছন্দ না হলে উচ্চ আদালতে আপিল করতো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের একটি স্কুলের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি শ্রমিকদের প্রতি আহ্বান জানাই এ ধরনের ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না করেন তারা। ’

বাস ধর্মঘটের সঙ্গে নৌমন্ত্রী শাজাহান খানের সম্পৃক্ততা আছে কিনা-এ প্রশ্নের জবাব স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাস ধর্মঘটের ঘটনায় শাজাহান খানের সঙ্গে আন্দোলনকারীরা বৈঠক করতেই পারে। কারণ তিনি একজন শ্রমিক নেতা। তিনিই আবার তাদের সঙ্গে বসে আন্দোলন বন্ধ করেছেন। ’

আজ মগবাজার ফ্লাইওভারে পুলিশভ্যান উল্টে যাওয়ার ঘটনা নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে এটা দুঘর্টনা বলেই মনে হচ্ছে। ’

পূর্ববর্তী নিবন্ধসেই চা–ওয়ালাকে ডিনারে ডাকলেন ধোনি
পরবর্তী নিবন্ধনব্য জেএমবির ‘আধ্যাত্মিক’ নেতা কাসেম রিমান্ডে