স্পোর্টস ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চলমান আইএসএসএফ গ্যাঁ প্রিঁ তে বাংলাদেশ আরও একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। শুক্রবার ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দ্বৈতে এই পদকটি এনে দিয়েছেন ইউসুফ আলী ও নাফিশা তাবাসসুম।
নাফিশা তাবাসসুম বৃহস্পতিবার দেশের হয়ে প্রথম ব্রোঞ্জ জিতেছিলেন ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে। আজ তিনি মিশ্র দ্বৈত ইভেন্টেও পেলেন ব্রোঞ্জ পদক।
মিশ্র দ্বৈতে আরেক জুটিও অংশ নিয়েছিল বাংলাদেশের। তবে আতকিয়া হাসান ও রাব্বি হাসান কোনো পদক জিততে পারেননি।
প্রতিযোগিতার নতুন নিয়ম অনুসায়ী সেমিফাইনাল হয়েছে দুই গ্রুপে। ৪৭ পয়েন্ট পেয়ে বাংলাদেশ-১ দল ব্রোঞ্জ নিশ্চিত করে। কিন্তু রাব্বি হাসান ও সৈয়দা আতকিয়া হাসানের বাংলাদেশ-২ দল স্কোর করে ৩৮.৫।
এই গ্রুপ থেকে ৪৮.৫ পেয়ে ফাইনালে ওঠে সিঙ্গাপুর-১ দল। ৫৬ স্কোর পেয়ে পার্ট টু থেকে ফাইনালে ওঠে ইন্দোনেশিয়া-১। শেষ পর্যন্ত সোনা জিতেছে ইন্দোনেশিয়া।