এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। বড় ব্যবধানে হারলেও অনন্য অর্জনের দেখা ঠিকই পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে ফরম্যাটে উইকেট সংখ্যায় পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার শোয়েব আখতারকে ছাড়িয়ে গেছেন তিনি। মহেন্দ্র সিং ধোনিকে আউট করার মধ্য দিয়ে এ কীর্তি গড়েছেন টাইগার দলনেতা।
ভারতের ব্যাটিং ইনিংসের ৩৬তম ওভারে এসে সাফল্যের মুখ দেখেন মাশরাফি। তার করা ওভারের তৃতীয় বলটি ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে মোহাম্মদ মিঠুনের তালুবন্দি হন ধোনি। এ দিয়েই একদিনের ক্রিকেটে শোয়েব আখতারের চেয়ে বেশি উইকেট শিকারের কীর্তিতে নাম লেখান নড়াইল এক্সপ্রেস। অবশ্য সাজঘরে ফেরার আগে ৩৩ রান করে ভারতীয় সাবেক অধিনায়কও জানান দেন, এখনো ফুরিয়ে যাননি তিনি।
মাশরাফির আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু ২০০১ সালে। সেই থেকে এখন পর্যন্ত ১৯৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। প্রতি ইনিংসে বল করে নিজের নামের পাশে যোগ করেছেন ২৪৮ উইকেট। আর শোয়েব আখতার ১৯৯৮ সাল থেকে ২০১১ পর্যন্ত ১৩ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ১৬৩টি সীমিত ওভারের ম্যাচ খেলে ঝুলিতে ভরেন ২৪৭ উইকেট।
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটশিকারি বোলারদের তালিকায় ২৬তম স্থানে থেকে এশিয়া কাপ শুরু করেন মাশরাফি। উইকেট সংখ্যায় পাকিস্তানের সাবেক স্পিডস্টারকে ছাড়িয়ে যাওয়ায় একধাপ এগিয়ে এ মুহূর্তে ২৫তম স্থানে তিনি।
শোয়েবকে টপকানোর পর এবার ম্যাশের সামনে হাতছানি কপিল দেব, চামিন্দা ভাস, মাখায়া এনটিনি, জেমস অ্যান্ডারসন, হরভজন সিং, অ্যালান ডোনাল্ড, জ্যাক ক্যালিসদের মতো কিংবদন্তিদের ছাড়িয়ে যাওয়ার। এত বড় নামগুলোই হয়তো তাকে আরো দূর এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে।