পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতন গড়িয়েছে তৃতীয় দিনে। বুধবার লেনদেনের মাধ্যমে এ টানা পতন হয়েছে। স্টক এক্সচেঞ্জ দুটির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫৫৯৭ পয়েন্টে। এর আগে মঙ্গলবার ৮ পয়েন্ট ও সোমবার ১৫ পয়েন্ট কমেছিল। এ হিসাবে টানা ৩ দিনের পতনে ৩৮ পয়েন্ট কমেছে।
বুধবার ডিএসইতে ৯৬১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন যার পরিমাণ ছিল ১ হাজার ১৫২ কোটি ৪৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৯০ কোটি ৪৭ লাখ টাকার বা ১৭ শতাংশ।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে ৯৬টি বা ২৯.২৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৭৭টি বা ৫৩.৯৬ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি বা ১৬.৭৭ শতাংশ কোম্পানির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানির ৪২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা একটিভ ফাইন কেমিক্যালের ৩৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।
লেনদেনে এরপর রয়েছে- ফার কেমিক্যাল, সিএমসি কামাল, ইসলামি ব্যাংক, প্যাসিফিক ডেনিমস, বারাকা পাওয়ার, কেয়া কসমেটিকস ও আরএসআরএম স্টিল।
এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৫২৫ পয়েন্টে। বাজারটিতে ৫৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫৪টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তীত রয়েছে ২৯টির।
এর আগে সিএসইর সিএসসিএক্স মূল্য সূচক মঙ্গলবার ১০ পয়েন্ট ও সোমবার ২৮ পয়েন্ট কমেছিল।