শেষ মুহূর্তে নির্বাচনে অংশ নেবে বিএনপি: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি : সার্চ কমিটি নিয়ে নানা ধরনের বিতর্কের সৃষ্টি করলেও শেষ মুহূর্তে একটি অজুহাত দেখিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

শনিবার দুপুরে মাদারীপুরের চরমুগরিয়া কুমারটেক এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং কোর্সের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

শাজাহান খান আরো বলেন, ইসি গঠন সাংবিধানিক বিষয়। বাংলাদেশর সংবিধান ১৯৭২ সালে হয়। ৫০ বছরেও কোনো সরকার এটি করেনি। যেটি বর্তমান সরকার করেছে। আইনের ভিত্তিতেই রাষ্ট্রপতি সার্চ কমিটি করে দিয়েছেন।

শাজাহান খান বলেন, বিএনপি এই সার্চ কমিটির নিয়ে যে মন্তব্য করছে তা হাস্যকর। বিএনপি কি মনে করে তাদের কথা মতো রাষ্ট্র পরিচালিত হবে? তাহলে বিএনপিকে ক্ষমতায় আসা দরকার। সন্ত্রাস সৃষ্টি করে, মানুষ হত্যা করে ক্ষমতায় আসা- সেটা কোনোদিনই হবে না। জনগণ তা করতে দেবে না।

এ সময় উপস্থিত ছিলেন- কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদুবাই-বাংলাদেশ যৌথ ব্যবসায় কাউন্সিল প্রতিষ্ঠা করবে এফবিসিসিআই
পরবর্তী নিবন্ধপিলখানার ঘটনার নেপথ্যে কারা, বের করা হবে: হানিফ