পপুলার২৪নিউজ ডেস্ক:
শ্রীদেবীর মৃত্যুতে ভারতীয় সিনেমা জগতে শোকের ছায়া নেমে এসেছে। শুধু বলিউড নয়- তামিল, তেলেগু, কন্নড় সিনেমাতেও দাপিয়ে বেড়িয়েছিলেন এ অভিনেত্রী।
ভারতীয় পত্রিকার খবরে বলা হয়েছে, ২৩ ফেব্রুয়ারি শেষ টুইটটি করেছিলেন শ্রীদেবী। শেষ টুইটে একটি তামিল সিনেমার ট্রেলারের কলাকুশীলবদের প্রশংসা করেছিলেন তিনি।কাটহাদি নামে সেই তামিল সিনেমার ট্রেলারটিও তিনি শেয়ার করেছিলেন টুইটারে।
জানা গেছে, দক্ষিণী সিনেমার প্রতি প্রবল আবেগ ছিল শ্রীদেবীর। মাত্র চার বছর বয়সেই তামিল সিনেমার জগতে পা রাখেন তিনি। অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি নিজের জায়গা তৈরি করে নেন। বলিউডে আসার আগে দক্ষিণী সিনেমায় রজনীকান্ত ও কমল হাসানের সঙ্গেও অভিনয় করেছিলেন শ্রীদেবী।