শেরপুরে মাদরাসা শিক্ষার্থীকে পিটিয়ে জখম, শিক্ষকের বিরুদ্ধে মামলা

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে মাদরাসায় না যাওয়ায় এক শিক্ষার্থীকে বেত দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহর বিরুদ্ধে মামলা হয়েছে। শ্র‍ীবরদী থানায় মঙ্গলবার সকালে মামলাটি করেন ভুক্তভোগী ছাত্রের বাবা।

জেলা পুলিশ বিভাগ সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের পূর্ব খড়িয়া গ্রামের নূর হেরা নূরানী তালিমুল কোরআন হাফেজিয়া মাদরাসায় গতকাল সোমবার দুপুরে তাকে পিটিয়ে জখম করা হয়। মারধরের শিকার আসিফুল ইসলাম বিজয় বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগীর বাবা খলিলুর রহমান খোকন জানান, তার ছেলে পারিবারিক সমস্যার কারণে একদিন মাদরাসায় যেতে পারেনি। সোমবার মাদরাসায় যাওয়ার পর দুপুরে সহকারী শিক্ষক আমানুল্লাহ তাকে বেত দিয়ে বেধড়ক পেটান। এতে সে গুরুতর আহত হয়। মারধর থেকে রক্ষা পেতে অনেক মিনতি করেও মন গলেনি ওই শিক্ষকের।

খলিলুর রহমান খোকন আরও জানান, এ ঘটনার পর মাদরাসার অন্য ছাত্ররা আসিফুলকে বাড়িতে নিয়ে আসেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে জখম দেখে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আসিফকে এমন নির্যাতনের সুষ্ঠু বিচার চান তিনি।

ওই মাদরাসা শিক্ষার্থী পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন জেলা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার হুমায়ুন আহমেদ নূর।

পূর্ববর্তী নিবন্ধবিজয় দেবরকোন্ডার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাশমিকা
পরবর্তী নিবন্ধ‘জায়েদ-নিপুণের ব্যাপারে নাক গলাতে চাই না’