শেয়ারবাজার বন্ধ আজ

নিউজ ডেস্ক : বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আজ। এ উপলক্ষে আজ বুধবার (২২ মে) দেশের উভয় পুঁজিবাজার বন্ধ রয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বুদ্ধপূর্ণিমা পালনে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়। রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধবিহারগুলোতে বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করায় ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ সব অফিস-আদালত বন্ধ থাকবে। বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেনও। আগামীকাল বৃহস্পতিবার (২৩ মে) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।

বৌদ্ধধর্ম মতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার শুভ জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ-এই তিন স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা, বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত।

পূর্ববর্তী নিবন্ধকানে কিয়ারা, গলার হারটির মূল্য ৩০ কোটি রুপি
পরবর্তী নিবন্ধরাইসির হেলিকপ্টার বিধ্বস্তের আগে যা ঘটেছিল, জানালেন প্রত্যক্ষদর্শী