শেখ কামালের জীবন হোক তারুণ্যের পথের দিশা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল যে নীতি,আদর্শ ও চলার পথের দিক দিশা দিয়ে গেছেন, শিশু থেকে যুব সমাজ তা অনুসরণ করে নিজেদের গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর ছেলে শেখ কামালের জন্মবার্ষিকীতে শুক্রবার সকালে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২২’ বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই প্রত্যাশার কথা বলেন প্রধানমন্ত্রী।

নিজেদের মেধা ও মননের বিকাশের মধ্য দিয়ে দেশের পাশপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যেতে দেশের কিশোর ও তরুণদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, “মুক্তিযোদ্ধা শেখ কামাল আমাদের জন্য যে নীতি, আদর্শ ও চলার পথের দিক নির্দেশনা রেখে গেছেন, নিঃসন্দেহে আমি মনে করি যে আমাদের ছোট শিশু থেকে যুব সমাজ, তারা তাদের চলার পথ কামালের এই আদর্শকে সামনে রেখে অনুসরণ করে নিজেদেরকে গড়ে তুলবে।

“আমরা শুধু নিজের দেশের জন্য না, বিশ্ব পর্যায়েও যেন, অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়েও যেন আমরা আমাদের যে মেধা, মনন তা বিকশিত করে বাংলাদেশের মর্যাদাটাকে আরো উন্নত করতে পারি, সেইভাবে আমাদের ছেলেমেয়েরা কাজ করবে, সেটাই আমি চাই।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে তার ছোট ভাই শেখ কামালের ‘বহুমুখী প্রতিভা, সাদাসিধে জীবনযাপন এবং নিরহংকারী চরিত্রের কথা’ তুলে ধরেন।

“আজকে কামালের জন্মদিন।…একাধারে সে হকি খেলত, ফুটবল খেলত, ক্রিকেট খেলত। আবার সেতার বাজাত। ভালো গান গাইতে পারত। নাটকে অংশ গ্রহণ করত। তার অনেক নাটক করা আছে। উপস্থিত বক্তৃতায় সে সব সময় পুরস্কার পেত।”

পাশপাশি কামাল রাজনৈতিকভাবেও সচেতন ছিলেন জানিয়ে বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা বলেন, “শাহিন স্কুল থেকে পাস করে যখন ঢাকা কলেজে পড়ত, তখন থেকে সে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। আমরা সংগঠন করতাম, কখনো কোন পদ নিয়ে আমাদের চিন্তা ছিল না।

“আমার বাবা শিখিয়েছে মানুষের জন্য রাজনীতি করা। তার আদর্শ নিয়ে আমরা পথ চলতাম। তিনিই আমদের শিখিয়েছিলেন সাদাসিধে জীবন যাপন করতে হবে।… সিম্পল লিভিং হাই থিংকিং। এটাই ছিল আমাদের মোটো। এটাই আমাদের শিখিয়েছিলেন এবং আমরা সেটাই করতাম।”

ভাইয়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “তার পোশাক পরিচ্ছদ, জীবনযাত্রা খুবই সীমিত ছিল। এমনকি দেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে তার কোনো অহংকার ছিল না।”

একাত্তরের সেই উত্তাল দিনগুলোতে শেখ কামালের ভূমিকার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “৭ মার্চের ভাষণে জাতির পিতা যে ঘোষণা দিয়েছিলেন, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে, সেই কথা মেনে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সুসংগঠিত হচ্ছিল, শক্তিশালী সংগঠন গড়ে তুলতে কাজ করছিল।

“ …কামাল ধানমণ্ডি ১৯ নম্বর রোড, আবাহনী ক্লাব এলাকা ও সাত মসজিদ এলাকাসহ বিভিন্ন এলাকার যুব সমাজকে নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকতেন ও কাজ করত।”

১৯৪৯ সালের ৫ অগাস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণকরেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। ছাত্রলীগের একজন কর্মী হিসাবে ১৯৬৯ এর গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদেরও সদস্য ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপেলোসির তাইওয়ান সফর যুক্তরাষ্ট্রের ‘অস্পষ্ট পরিকল্পনার’ ফল
পরবর্তী নিবন্ধপেলোসির ওপর চীনের নিষেধাজ্ঞা