শৃঙ্খলা বিধির গোড়াতেই গলদ : আমির-উল ইসলাম

পপুলার২৪নিউজ ডেস্ক:
বিচারকদের শৃঙ্খলা বিধির প্রকাশিত গেজেটের গোড়াতেই গলদ রয়েছে বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, আমি অবাক হয়েছি, জুডিসিয়াল সার্ভিস কমিশনকে সরকার আইন মন্ত্রণালযের অধীনে নিয়ে গেছে। যদিও এটা করা উচিত ছিল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী। কিন্তু তা না করে ১৩৩ অনুযায়ী করা হয়েছে। ১৩৩ বিধি প্রযোজ্য হয় প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীদের জন্য।

সংবিধান যে ক্ষমতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত করেছে সেই জায়গায় রাষ্ট্রপতির পরিবর্তে আইন মন্ত্রণালয় হতে পারে না। রাষ্ট্রপতির ভূমিকা আইন মন্ত্রণালয় পালন করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

 

পূর্ববর্তী নিবন্ধপ্রশ্নপত্র ফাঁস, মুন্সীগঞ্জে ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত
পরবর্তী নিবন্ধঢাকাকে সেফ সিটি হিসেবে গড়ে তোলা হবে:স্বরাষ্ট্রমন্ত্রী