পপুলার২৪নিউজ ডেস্ক :
ঢাকা কার্যালয়ের সাবেক একজন কর্মকর্তার ব্যবহৃত শুল্কমুক্ত সুবিধার গাড়ি শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর করেছে বিশ্ব ব্যাংক।
এ ব্যাপারে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে গাড়িটি তাদের কাছে হস্তান্তর করা হয়।
আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গাড়িটি জমা দেওয়া হলো বলে বিশ্ব ব্যাংক অফিস তাদের চিঠিতে লিখেছে বলে জানান তিনি।
মইনুল খান বলেন, বিশ্ব ব্যাংকের বাংলাদেশ মিশনের সাবেক পরামর্শক টমাস মাইকেল কায়ে গাড়িটি ব্যবহার করতেন। তিনি বাংলাদেশে চাকরির মেয়াদ শেষ করে ২০১৬ সালে স্থায়ীভাবে এদেশ ছেড়ে যান।
আইন অনুযায়ী তিনি বাংলাদেশ ত্যাগের আগে ব্যবহৃত কাস্টমস পাশবুক ও গাড়িটি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে যাননি।
উল্লেখ্য, এর আগে শুল্কমুক্ত সুবিধায় আনা আরও ৩টি গাড়ি শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর করে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়।