মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানের মহাকাশ কেন্দ্রে বিস্ফোরণের একটি ছবি দেখিয়েছেন। এরপর ঠাট্টা করে তিনি বলেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না।
জবাবে ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোহাম্মদ জাভেদ আজহারী জোহরমি নাহিদ-১ উপগ্রহের সঙ্গে একটি সেলফি তুলে টুইটারে পোস্ট করেছেন।-খবর স্পুটনিকের
তিনি লিখেছেন, বর্তমানে নাহিদ এবং আমি। শুভ সকাল ডোনাল্ড ট্রাম্প!
শনিবার জাভেদ আজহারি যে ছবিটি পোস্ট করেছেন, তাতে সৌর-বিদ্যুৎ পরিচালিত যোগাযোগ উপগ্রহটিকে অক্ষত অবস্থায় তার পাশে দেখা গেছে।
এর আগে তিনি বলেন, তেহরান যে উপগ্রহটি উৎক্ষেপণের পরিকল্পনা করেছে, সেটি নিরাপদ ও পরীক্ষাগারে রয়েছে।
তেহরানের রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার খবর দিয়ে ট্রাম্প টুইটারে বলেছিলেন, ইরানের সেমনান লঞ্চ সাইট ওয়ানে সাফির এসএলভি উৎক্ষেপণের জন্য চূড়ান্ত প্রস্তুতি চলাকালে আকস্মিক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের কোন হাত নেই।
ইরানের স্যাটেলাইট ধ্বংসপ্রাপ্ত হয়েছে এমন খবর জাভেদ আজহারি প্রত্যাখান করেছেন।