স্পোর্টস ডেস্ক : আজই শনিবার (১২ অক্টোবর) ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। রাতে ভারতের বিপক্ষে হায়দরাবাদে শেষ ম্যাচটি খেলবেন তিনি। এরপর সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটকে বিদায় বলবেন পঞ্চপাণ্ডবের আরেকজন। শেষ ম্যাচ খেলতে মাঠে নামার আগেই সতীর্থদের শুভকামনায় সিক্ত হতে শুরু করেছেন এই অলরাউন্ডার।
যেমনটা তার সতীর্থ ও আত্মীয় মুশফিকুর রহিম লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার টি-টোয়েন্টি ক্যারিয়ারের জন্য আপনাকে অভিনন্দন। একজন ভাই ও সতীর্থ হিসেবে, আপনি আপনার ক্যারিয়ারে যা কিছু অর্জন করেছেন তাতে আমি গর্বিত। গর্বিত হয়েই অবসরে যাওয়ার অনেক অর্জন ও উপলক্ষ্য রয়েছে আপনার। মাশাআল্লাহ। আপনার ভবিষ্যত জীবনের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি।
শরীফুল ইসলাম লিখেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় কিংবদন্তি রিয়াদ ভাই।
আপনার অধিনায়কত্বের সময় টি-টোয়েন্টি ক্রিকেটে আমার অভিষেক হয়। প্রথম ম্যাচের চাপ ছিল ৫০ রান দিয়ে শুরু করি। কিন্তু পরের ম্যাচের আগের দিন রাতে কিছু কথা আমাকে বলেছিলেন যেটা এখনো আমাকে ভালো পারফরম্যান্স করার জন্য আগ্রহ তৈরি করে। শুভকামনা রইলো আপনার জন্য।’
এই শুভ কামনার সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে, বাড়বে বৈকি।