জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে একটি বালুবাহী বাল্কহেডে ডাকাতির ঘটনা ঘটেছে। অজ্ঞাত নামা ৭-৮ জনের একটি ডাকাতদল অতর্কিতে হামলা চালিয়ে বাল্কহেডটির গ্রিজারকে কুপিয়ে ও বাকিদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নিয়েছে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী। আহত গ্রিজার মো. আরিফকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সোমবার রাতে শীতলক্ষ্যা নদীর শহরের কয়লাঘাট এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার ও আক্তার হোসেন জানান, সোমবার চাঁদপুরে মেঘনা নদী থেকে বালু বোঝাই করে এমভি মুক্তপথিক নামের বালুবাহী বাল্কহেডটি ঢাকার বসুন্ধরার উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় বাল্কহেডটি নোঙর করে রেখে শ্রমিকরা রাতে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে একটি স্টিল বডির শ্যালো ইঞ্জিনচালিত ট্রলারযোগে ৭-৮ জনের একটি ডাকাতদল ধারালো অস্ত্র নিয়ে বাল্কহেডটিতে হামলা চালায়। এসময় তারা বাল্কহেডটির গ্রিজার মো. আরিফকে কুপিয়ে জখম করে ও অন্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বাল্কহেডে থাকা নগদ ১০ হাজার টাকা, ৩টি ব্যাটারি, ১০০ লিটার তেল, ৫টি মোবাইলসহ অন্যান্য মূল্যবান যন্ত্রাংশ লুটে নেয়। পরে খবর পেয়ে আহত গ্রিজার মো. আরিফকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তাহের খান হাসপাতালে এসেছিলেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।