শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবি: ২ দিন পর মিললো কলেজছাত্রীর লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কলেজছাত্রী রাহিমার (১৭) লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের দুই দিন পর সোমবার (৭ মার্চ) দুপুরে শহরের টানবাজার খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। রাহিমা গজারিয়া ভিটিকান্দি এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। তিনি গজারিয়া কলিমুল্লাহ কলেজের ছাত্রী।

এ ঘটনায় আটক চার জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-বাল্কহেডের মিস্ত্রি রুহুল আমিন, স্টাফ মো. মিরাজ, মো. ফকির হোসেন ও বাবুর্চি আজমীর হোসেন।

সদর নৌ-থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দুপুর ২টায় খবর পেয়ে টানবাজার খেয়া ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নৌকাডুবির ঘটনায় একজনই নিখোঁজ ছিল।

রাহিমার মামা মোজাম্মেল প্রধান জানান, গত শনিবার বিকালে রাহিমা, তার বড় ভাই রায়হান ও তার স্ত্রী নিয়ে চাষাঢ়ায় ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। এ সময় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে। রহিমার ভাই ও ভাবি সাঁতরে পারে উঠতে পারলেও রাহিমা ডুবে যান।

এ ঘটনায় বাল্কহেডসহ চার কর্মকর্তাকে আটক করে পুলিশ। ওই সময় নিখোঁজের কোনও তথ্য ও অভিযোগ কেউ দেয়নি বলে পুলিশ জানিয়েছে। পরে নিখোঁজের অভিযোগ পেয়ে রবিবার সকাল থেকে ডুবুরি দলের দুটি টিম লাশ উদ্ধারে কাজ শুরু করে। সেইদিন ক্ষতিগ্রস্ত নৌকার মাঝি খোকন বাদী হয়ে আটক চার জনের বিরুদ্ধে মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধআবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থার অবনতি, ফের হাসপাতালে ভর্তি