পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর আদবরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শিহাবুল ইসলাম খান শিহাবকে (২২) তার ছোট ভাই শিফাত উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছেন। হত্যার ঘটনায় শিফাতকে পুলিশ গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদাবর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, গত শনিবার দুপুরে আদাবরের শেখের টেকের প্রমিনেন্ট হাউজিংয়ের ২৪/৩ নম্বর বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটের দরজা ভেঙ্গে শিহাবের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই সময় পুলিশ সন্দেহ করে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে। শিহাবের বাবা সিরাজুল ইসলাম দাবি করেন- স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে তারা মাদারীপুরে শিবচরে বেড়াতে যান। ঢাকার বাসায় শিহাব ছিলেন।
দুপুরে বাসায় ফিরে দেখতে পান শিহাবের ঘরটি ভেতর থেকে বন্ধ। পুলিশকে খবর দেয়ার পর ঘরের তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে। আদাবর থানার ওসি আরো জানান, শিহাব মাদকাসক্ত হওয়ায় ছোট ভাই শিফাত তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন। কয়েকদিন আগে শিহাব টাকা না পেয়ে তার মাকে মারধর করেন। এ ঘটনার প্রতিশোধ নিতে শিফাত বাজার থেকে ছুরি কিনে আনেন। ঘটনার দিন মঙ্গলবার রাতে শিহাব বাসায় ঘুমিয়ে পড়লে শিফাত ছুরি নিয়ে ঘরে প্রবেশ করেন। প্রথমে গলায় ছুরিকাঘাত করেন। এতে শিহাব চিৎকার করলে তার হাতে ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন।
এরপর বিষয়টি শিফাত তার মাকে জানান। ঘটনাটি চাপা দিতে বুধবার শিফাত, তার বাবা, মা ও প্রতিবন্দী বোনকে সঙ্গে নিয়ে মাদারীপুরের শিবচরে রওনা দেন। পথিমধ্যে ফেরিতে শিফাত রক্তমাখা ছুরিটি একটি ব্যাগে করে নদীতে ফেলে দেন। শনিবার দুপুরে তারা ফিরে এসে পুলিশকে খবর দিয়ে শিফাত হত্যার ঘটনাটি সাজায়। হত্যার ঘটনায় শিহাবের বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় শিফাতকে গ্রেফতার দেখানো হয়েছে। ওসি আরো জানিয়েছেন, মামলায় শিহাবের মাকেও গ্রেফতার দেখাতে হতে পারে।