নিজস্ব প্রতিবেদক:
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়েছে নাটক ‘বর্ণমালার মিছিল’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ষ্টুডিও থিয়েটার হলে আগামী ৮ জুলাই সোমবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে উৎস নাট্যদল প্রয়োজিত এ নাটকটি । নাট্যকার আলম খান রচিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন ইমরান হোসেন ইমু।
পৃথিবী জুড়ে যে অস্থিরতা, অশান্তি, হিংসা এবং দানবীয় হানাহানি চলছে, এর অপছায়া থেকে আমাদের ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করার জন্য আমাদের সাংস্কৃতিক মূলধারা থেকে তারা যেন বিচ্ছিন্ন হয়ে না যায়। বাঙালি বলতে তাদের যেন বুক ভরে উঠে।
সেজন্যে এই স্যাটেলাইট যুদ্ধে পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসন থেকে আমাদের সন্তানদের রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনাক হৃদয়ে ধারন করার জন্য উৎস নাট্যদলের নিরলস সাধনার ফসল নাটক ‘বর্ণমারার মিছিল’। যা আমাদের নবীন প্রজন্মের কাছে তুলে ধরবে গৌরবময় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস।
মো. সেন্টুর আলোকায়নে নাটকের আবহ সঙ্গীত করেছেন- রনি, ইমরান, মাঝহারুল ইসলাম জুয়েল। ইমরান হোসেন ইমু ও তাসলিমা আক্তার লিজার পোশাক পরিকল্পনায় নাটকের কোরিওগ্রাফি করেছেন নির্দেশক নিজেই।
এ নাটকে অভিনয় করছেন রাকিবুল ইসলাম, অর্ক আহম্মেদ রিপন, তাসলিমা আক্তার লিজা, শাহীদুল ইসলাম আপন, করূনা বিশ্বাস, মেঘলা , হাসান নাহিদ, শান্তা, সোনিয়া এবং ইমরান হোসেন ইমু।