পপুলার২৪নিউজ প্রতিবেদক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শিগগির একটি ডিজিটাল জব পোর্টাল চালু করা হবে। আমরা চাকরি মেলার সঙ্গে সঙ্গে একটি ডিজিটাল জব পোর্টাল চালু করব।
যেখানে প্রতিদিন জব ফেয়ারের সুবিধা পাবেন। তবে এজন্য কাউকে কোম্পানির দ্বারে দ্বারে ঘুরতে হবে না।
সোমবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমরা বিশ্বাস করি, প্রতিবন্ধীতা অজেয় নয়, একটু সহযোগিতা করলে তারাও এই পৃথিবীটাকে বদলে দিতে পারে।