নিজস্ব প্রতিবেদক
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ‘সর্বাত্মক কর্মবিরতি’ শুরু করেছেন। এতে বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস-পরীক্ষা। শিক্ষকদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীরাও এ আন্দোলনে অংশ নেওয়ায় প্রশাসনিক কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে।
সোমবার (১ জুলাই) সকালে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে। দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি অবস্থান কর্মসূচি করছেন শিক্ষকরা।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় আলাদা করে কোনো কর্মসূচি করছেন না আন্দোলরত শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে তারা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা বলেন, ‘আজ যেহেতু বিশ্ববিদ্যালয় দিবস, এমনিতেও দিবসটি ক্লাস-পরীক্ষা হয় না। সেজন্য দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে আজকে আমরা বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে এসব কর্মসূচি করছেন তারা। ফেডারেশনের মহাসচিব ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া জাগো নিউজকে বলেন, ‘সব বিশ্ববিদ্যালয়ে আমাদের দাবি আদায়ের কর্মসূচি চলছে। যৌক্তিক দাবি নিয়ে আমরা আন্দোলনে নেমেছি। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের আশ্বস্ত না করবে, ততক্ষণ কর্মসূচি চলবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, ‘আমাদের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রেখেছি। অনলাইন ক্লাস বা সান্ধ্যকালীন যে কোর্স, যেটা শুক্রবার ক্লাস হয়ে থাকে, সেটাও বন্ধ। প্রশাসনিক দায়িত্বে যেসব শিক্ষক রয়েছেন, তারাও দায়িত্ব পালন করছেন না। এখন থেকে ছুটির দিন ছাড়া যতদিন আন্দোলন চলবে, ততদিন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি করবো।’
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর চাপিয়ে দেওয়া প্রত্যয় স্কিম আমরা মেনে নেবো না। এটা প্রত্যাহার করতে হবে। তা না হলে আমাদের আন্দোলন চলবে। যত দ্রুত সরকার আমাদের দাবি মেনে নেবে, তত দ্রুত আমরা শিক্ষা-গবেষণায় মনোনিবেশ করতে পারবো।’
শিক্ষকদের দাবি কী?
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃত্বে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মূলত প্রত্যয় স্কিম নিয়ে যে প্রজ্ঞাপন অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে, তা প্রত্যাহারের জন্য আন্দোলন করছেন। এ দাবির সঙ্গে নতুন একটি দাবি জুড়ে দিয়েছেন তারা। সেটা হলো- বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো চালু করা।
শিক্ষকরা বলছেন, শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি নতুন নয়। ‘জাতীয় বেতন স্কেল ২০১৫’ নিয়ে যখন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা টানা আন্দোলন করেছিলেন, তখনও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিটি ছিল। সরকার তখন শিক্ষকদের আশ্বস্তও করেছিল। পরে তা আর বাস্তবায়ন হয়নি।
এ প্রসঙ্গে ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল বিশ্বের বিভিন্ন দেশে আছে। একটি দেশের শিক্ষকরা কেন আর্থিক অনিশ্চয়তায় ভুগবেন? বারবার কেন তাদের আন্দোলন করতে হবে? আমরা এবার প্রত্যয় স্কিম বাতিলের পাশাপাশি স্বতন্ত্র বেতন স্কেলও চাই।’
যা বলেছেন শিক্ষামন্ত্রী
শিক্ষকদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস-পরীক্ষা বন্ধ। এ কারণে শিক্ষার্থীরা সেশনজটে পড়ার শঙ্কায় রয়েছেন। এমন প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় কী ভাবছে, তা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রোববার (৩০ জুন) এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ নিয়ে বিস্তারিত কথা বলেন।
শিক্ষকদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা আমাদের সঙ্গে বসেছিলেন। তারা প্রচলিত পদ্ধতি ও সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের কাঠামোর তুলনামূলক বিশ্লেষণ করে আমাদের দেখিয়েছেন। তবে এটা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত বা এখতিয়ারে না থাকায় আমরা তাদের সুনির্দিষ্ট কোনো আশ্বাস দেয়নি। এমনকি দেওয়াটা সমীচীনও নয়।
মহিবুল হাসান চৌধুরী বলেন, আমরা বিষয়টির দিকে নজর রাখছি। এখনো সর্বাত্মক আন্দোলন শুরু হয়নি। তাদের কর্মসূচি শুরু হোক, পরিস্থিতি বিবেচনা করে আমরা পদক্ষেপ নেবো।