শাহরুখ খান ছবির প্রচারে জুড়েছেন ভিন্ন মাত্রা। অন্য তারকারাও তাঁর প্রচারের ধারা রীতিমতো অনুসরণ করেন। কখনো সিনেমা হলে ট্রেলার লঞ্চ কখনো বা নতুন গান লঞ্চ করতে উপস্থিত হয়ে যান অন্য শহরে, কখনো আবার ছবির জন্য লঞ্চ করেন নতুন অ্যাপ- সবসময়ই তিনি দেখিয়েছেন প্রচারের নতুন পথ। এহেন শাহরুখ খানকেই দেখা গেল না তাঁর নতুন ছবি ‘জব হ্যারি মেট সেজল’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। শুক্রবার ছবির ট্রেলার প্রকাশ করেন পরিচালক ইমতিয়াজ আলি ও আনুশকা শর্মা। সশরীরে না আসতে পারলেও ভিডিও চ্যাটে উপস্থিত ছিলেন তিনি। তাও যান্ত্রিক কারণে সাংবাদিক সম্মেলনের মাঝেই বিচ্ছিন্ন হয়ে পড়েন শাহরুখ। সে কারণে অবশ্য দুঃখও প্রকাশ করেছেন টুইটারে।
‘জব হ্যারি মেট সেজল’ এই প্রথম কোনো ছবির ট্রেলারের আগে রিলিজ করা হয়েছে পাঁচটি মিনি ট্রেলার। সেই পাঁচটি মিনি ট্রেলারের ঝলক দেখা গেল ট্রেলারেও। ছবির মুখ্য চরিত্র হ্যারিন্দর সিং নেহরা, একজন ট্যুর গাইড। যাকে হ্যারি নামেই পছন্দ করেন সবাই। মুম্বাই থেকে আসা একদল গুজরাটির ইউরোপ ভ্রমণের সঙ্গী হ্যারি। কিন্তু ইউরোপ ঘুরতে আসা সেই গ্রুপের এক সদস্য এই ট্যুরেই হারিয়ে ফেলে তাঁর এনগেজমেন্ট রিং। সবাই ফেরত চলে গেলেও ইউরোপে থেকে যায় সেই মেয়েটি যার নাম সেজল। এরপর সারা ইউরোপ জুড়ে হারিয়ে যাওয়া রিং খুঁজতে শুরু করে হ্যারি শাহরুখ ও সেজল আনুশকা। যাকে আমরা সবাই খুঁজে বেড়াই সেও আসলে আমাদের খুঁজে চলেছে প্রতিনিয়ত। এটাই ছবির ট্যাগলাইন, যা আসল জীবনেও নাকি মনে প্রাণে বিশ্বাস করেন আনুশকা। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অভিনেত্রীর এই দার্শনিক রূপ দেখে রীতিমতো চমকে গেছেন ইমতিয়াজ।
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ইমতিয়াজকে জিজ্ঞেস করা হয়, এই ছবির চিত্রনাট্য লেখার পেছনে অনুপ্রেরণা কে ছিলেন শাহরুখ না আনুশকা? উত্তরে ইমতিয়াজ জানান, এই চিত্রনাট্যের পেছনে রয়েছেন তাঁর মা। তিনি বরাবরই ইমতিয়াজকে এমন একটা ছবি তৈরি করতে বলেছেন যার শুটিং চলবে সারা পৃথিবী জুড়ে। আর সেইসব শুটিং স্পটে ইমতিয়াজের সঙ্গে দেখা করতে যাবেন তাঁর মা। আর এভাবেই সম্পন্ন হবে তাঁর ওয়ার্ল্ড ট্যুর। মায়ের সেই কথা মাথায় রেখেই ‘জব হ্যারি মেট সেজল’-এর চিত্রনাট্য লিখেছিলেন ইমতিয়াজ। শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাতে তাঁকে অনেক গল্প শোনালেও এই গল্পটিই পছন্দ করেছিলেন শাহরুখ। কারণ তিনি মনে করেন যে গল্পে মায়ের আশীর্বাদ রয়েছে সে ছবি সুপারহিট হবেই।