পপুলার২৪নিউজ ডেস্ক:
বলিউড বাদশা শাহরুখ খানের অস্কার পাওয়া উচিত বলে মনে করেন ব্রাজিলীয় লেখক পাওলো কোয়েলহো। শাহরুখের অসংখ্য ভক্তদের মধ্যে কোয়েলহোও একজন।
৭ বছর আগে শাহরুখ অভিনীত ‘মাই নেম ইজ খান’ সিনেমা দেখার পরই টুইট বার্তায় এমন দাবি করেছিলেন এই লেখক। এবার সিনেমার সাত বছর পূর্তিতে আবারও একই দাবি করলেন কোয়েলহো।
কোয়েলহো টুইট বার্তায় এই সিনেমার সাত বছ পূর্তিতে শাহরুখকে অভিনন্দন জানান। একই সঙ্গে সাত বছর আগে শাহরুখের অস্কার দাবি করা টুইটের স্ক্রিন শটও যুক্ত করেন।
যেখানে লেখা, ‘শাহরুখের মাই নেম ইজ খান অস্কার পাওয়ার যোগ্য।’
২০১০ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ‘মাই নেম ইজ খান।’ কাজলের সঙ্গে শাহরুখের জুটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।
সিনেমায় নিজের ছেলের খুন হওয়ার পর শাহরুখের চরিত্র রিজওয়ান খান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে বের হয়েছিলেন।
একই সঙ্গে সিনেমার গল্পে দেখানো হয় সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষজনকে জঙ্গি হিসেবে দেগে দেয়ার প্রসঙ্গটিও।
ফিল্মের সাত বছর পূর্তিতে আনন্দের মধ্যেও একটা বিষাদের সুর ভেসে আসে শাহরুখ খানের কণ্ঠে।
মুসলিম শরণার্থী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের পদক্ষেপের দিকে ইঙ্গিত করে শাহরুখ বলেন, ‘এখনও যে এই ফিল্মের প্রাসঙ্গিকতা রয়েছে, এটাই খুব দুঃখের।’