পপুলার২৪নিউজ প্রতিবেদক:
শুল্ক গোয়েন্দারা আজ শাহজালাল বিমানবন্দরে এক যাত্রীর অন্তর্বাস থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০টি সোনার বার আটক করেছে। আটক বারগুলোর মোট ওজন ১১৬০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৫৮ লাখ টাকা।
আটক যাত্রীর নাম মো. আব্দুল মোনায়েম, বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। বোর্ডিংপাশ নম্বর ৯৯৭৫৭৭৩৪২৮৪০৮সি১।
শুল্ক গোয়েন্দারা জানান, আটক আব্দুল মোনায়েম সোমবার বেলা ১১টায় বিজি ০১২২ ফ্লাইট যোগে চট্টগ্রাম হতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডমেস্টিক টার্মিনাল পার হওয়ার পর তার অন্তর্বাস থেকে ১১৬০ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করা হয়।
তারা বলেন, ফ্লাইটটি ওমানের মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। তাই ধারণা করা হচ্ছে আকাশপথে মাস্কাট থেকে আগত কোনো যাত্রী তাকে সোনার বারগুলো হস্তান্তর করেছে।
তারা আরও জানান, মো. আব্দুল মোনায়েমকে শুল্ক আইনে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।