ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার মধ্যরাতে বিদেশ যাওয়ার সময় তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন— রাজধানীর মিরপুর পাইকপাড়ার আরিফুল ইসলাম ও মোহাম্মদপুরের শুক্রাবাদের মো. শামীম ঢালী। তারা ঢাকা-কুয়ালালামপুর রুটের একটি ফ্লাইটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
শুল্ক বিভাগ জানিয়েছে, আরিফুল ইসলামের কাছ থেকে ৬০ হাজার মূল্যমানের সৌদি রিয়াল ও ৪২১ মালয়েশিয়ান রিঙ্গিত পাওয়া গেছে। আর শামীমের কাছ থেকে সাড়ে ৬৮ হাজার মূল্যমানের সৌদি রিয়াল ও ১৩৫ মূল্যমানের মালয়েশিয়ান রিঙ্গিত উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার পরিমাণ ২৭ লাখ ৮৭ হাজার ৬৩৯ টাকা।
আরিফুল গত বছর সাতবার ও শামীম ১০ বার বিদেশ গেছেন। এ বছরও তারা বিদেশ ভ্রমণ করেছেন। তারা নিজেদের লাগেজ ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। দুজন পরস্পর পরস্পরের সহযোগী বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাদের বিরুদ্ধে শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হবে বলে জানিয়েছেশুল্ক বিভাগ।