হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আড়াই কেজি (২৫টি স্বর্ণের বার) স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর কার্গো শাখা থেকে জিপারের একটি কার্টুনের মধ্য থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে সিঙ্গাপুর থেকে রাত ১০টা ৪০ মিনিটে এসকিউ৪৪৬ বিমানযোগে স্বর্ণ আসছে এবং তা জিপারের প্যাকেটে লুকায়িত অবস্থায় কার্গো শাখায় রয়েছে।
ওই তথ্যের ভিত্তিতে এয়ারওয়ে বিল ৬১৮৬২৩৮২৯৬১/২ প্লেট নং ৭০২৮১ শনাক্ত করে কার্গো শাখার দায়িত্বে নিয়োজিতদের সহায়তায় ৭০২৮১ নং প্লটের মধ্য থেকে সন্দেহজনক জিপার ভর্তি ২টি কার্টুন বের করা হয়। পরে সকল সংস্থার উপস্থিতিতে প্যাকেটগুলো খুলে ২ কেজি ৫০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।
তিনি আরও বলেন, জব্দ করা ২ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় সোয়া কোটি টাকা। জব্দ করা স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।