পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তানের জাতীয় দলের হয়ে দারুণ খেলা শারজিল খানকে সাময়িক নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। একইসঙ্গে জাতীয় দলের বাইরে থাকা খালিদ লতিফকেও নিষিদ্ধ করা হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি এবং আইসিসির সমর্থিত যেকোনো আয়োজনে নিষিদ্ধ থাকবেন তারা।
সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে দারুণ খেলেছেন শারজিল খান। দুবাইয়ে পাকিস্তান সুপার লিগ-পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল তার। খালিদ লতিফও একই দলের তালিকায় ছিলেন।
তবে পিএসএলের এবারের আসরে আন্তর্জাতিক চক্রের দুর্নীতির ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন এই দুই ক্রিকেটার। এমন সন্দেহে তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে।
পিসিবি এবং আইসিসির দুর্নীতি দমন কমিশনের তদন্তে তাদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার বিষয়ে আঁচ পাওয়া গেছে।
পিএসএলের চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, আমরা কোনো ধরনের দুর্নীতি সহ্য করবো না। তবে যেহেতু এখনও তদন্ত চলছে এরপরই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।