নিজস্ব প্রতিবেদক:
৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে চাঁদপুরের ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শাপলা মিডিয়া প্রযোজনা সংস্থার মালিক মো. সেলিম খানের বিরুদ্ধে মামলা রুজুর অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা আতাউর রহমান প্রধান শিগগির মামলাটি দায়ের করবেন।
রোববার (৩১ জুলাই) দুপুরে দুদক সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, সেলিম খানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় কমিশনের অনুমোদনক্রমে তার বরাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়। সেলিম খান সম্পদ বিবরণী দাখিল করলে তা যাচাই শেষে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের প্রমাণ পায় দুদক।
‘আর এ কারণেই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় কমিশন কর্তৃক একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে।’
তিনি বলেন, এখন মামলা রুজু হবে। একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হবে। তিনি সামগ্রিক বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবেন। সেলিম খানের সঙ্গে সংশ্লিষ্ট আরও কারও বিরুদ্ধে অভিযোগ পেলে সেটা তদন্ত কর্মকর্তা বিবেচনা করবেন।
সম্প্রতি ‘অপারেশন সুন্দরবন’ নামে শাপলা মিডিয়ার প্রযোজনায় একটি চলচ্চিত্রের ট্রেলার প্রকাশিত হয়েছে।