শান্তিতে নোবেল পেল আইকান

পপুলার২৪নিউজ ডেস্ক :

পরমাণু নিরস্ত্রীকরণে ভূমিকা রাখায় এ বছর শান্তিতে নোবেল পেয়েছে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপনস (আইসিএএনডব্লিউ)।

নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস-আন্ডারসন শুক্রবার এ ঘোষণা দিয়েছেন।

২০০৭ সালে সুইজারল্যান্ডের জেনেভায় এটি প্রতিষ্ঠিত হয়। ৪৬৮টি সহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ১০১ দেশে এ প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে।

নোবেল কমিটি একটি বিবৃতিতে জানিয়েছে, পারমাণবিক অস্ত্র ব্যবহারে যে মানবিক বিপর্যয় নেমে আসতে পারে সে বিষয়ে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এ পুরস্কার দেয়া হয়েছে। এ পর্যন্ত ১০৮ টি দেশ পরমাণু নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের হুঁশিয়ারি হামলা চালালে রেহাই পাবে না ভারত
পরবর্তী নিবন্ধপ্রধান বিচারপতি সরকারের ক্রোধের শিকার : রিজভী