শরীয়তপুর প্রতিনিধি ,পপুলার২৪নিউজ:
শরীয়তপুরে ট্রাকের নিচে চাপা পড়ে ফজলুল হক সরদার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ট্রাকের চালক ইয়াসিন আলি মুন্না ও হেলপারকে আটক করে সদর হাসপাতালে নেয়।
পালং মডেল থানার এসআই সবুর আলী মিয়া জানায়, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে যশোরের নওয়াপাড়া থেকে চালবোঝাই একটি ট্রাক শরীয়তপুর পালং বাজারে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জেলা সদরের ঋষিপাড়া এলাকায় একটি দোকানের ভেতর ঢুকে পড়ে। এ সময় ফজরের নামাজ পড়তে বের হয়ে ফজলুল হক সরদার ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে থাকা একটি টাইলসের দোকান ও বৈদ্যুতিক খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর থেকে জেলা সদরের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ট্রাকের ভেতর আটকেপড়া চালক ইয়াসিন ও হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যায়। ঘুম কাতুরে চোখে ট্রাক চালনোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছেন চালক ইয়াসিন।