২০১৩ সালে টেইলর সুইফটের সঙ্গে ছবি তোলার সময় তার শরীরে অশালীন স্পর্শের অভিযোগ উঠেছিল মার্কিন রেডিও জকি ডেভিড মুলারের বিরুদ্ধে। নিজেকে বাঁচাতে পাল্টা মামলা করেছিলেন মুলার। কিন্তু শেষ পর্যন্ত জয় হলো সুইফটের। সপ্তাহব্যাপী শুনানি শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করল আদালত। বিচারক উইলিয়াম মার্টিনেজ এদিন সুইফটের বিরুদ্ধে মুলারের চাকরি খাওয়ার অভিযোগ খারিজ করে দেন।
২০১৩ সালে মুলারের বিরুদ্ধে এক কনসার্টে আপত্তিকর এবং উদ্দেশ্যমূলকভাবে নিজের নিতম্বে স্পর্শের অভিযোগ এনে মামলা করেছিলেন সুইফট। এই মামলার শুরুতে দোষ স্বীকার না করে উল্টো সুইফট ও তার মায়ের বিরুদ্ধে রেডিও স্টেশন থেকে নিজের চাকরি খাওয়ার অভিযোগ তুলে ১৫ হাজার ডলারের ক্ষতিপূরণ চেয়েছিলেন মুলার! অন্যদিকে মামলায় জিতলে মুলারের কাছ থেকে প্রতিকী এক ডলার ক্ষতিপূরণ চেয়েছিলেন সুইফট। তিনি বলেছিলেন, ‘আমি তাকে দেউলিয়া করতে চাইনা। আমি শুধু চাই সবার কাছে একটি বার্তা পৌঁছাতে। ‘
ডেনভারে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলার রায় প্রদানের পর আনন্দে নিজের মাকে জড়িয়ে ধরেন ২৭ বছর বয়সী সুইফট। মাইক্রোফোন হাতে বিচারকদের ধন্যবাদ জানান তিনি।
এরপর এক বিবৃতিতে সুইফট বলেন, ‘আমি জীবন এবং সমাজের কাছ থেকে পাওয়া সকল সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সহযোগিতার কারণে এতো বড় একটি মামলায় আত্মরক্ষার সুযোগ আমি পেয়েছি। আমি আশা করবো, মেয়েরা এখন থেকে নিজের ওপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলবে। প্রতিবাদ করবে। ‘